চৌহালীতে আ.লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

পুড়ে যাওয়া অফিস পরিদর্শন করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: প্রতিনিধি

পুড়ে যাওয়া অফিস পরিদর্শন করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সিরাজগঞ্জের চৌহালীতে নির্মীত অস্থায়ী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনায় চরসলিমাবাদ এলাকার ভুতের মোড়ে অবস্থিত এই টিনের ঘরে ও পাশের কাপড়ের দোকানে আগুন দেয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে। 

বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা জানান, স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আগুন সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশে আমরা মাঠে আছি। কাউকে ছাড় দেয়া হবে না। 

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন  জানান, দেশজুড়ে বিএনপি-জামায়াতের অগ্নিসংন্ত্রাসের অংশ হিসেবে এই নাশকতা চালিয়েছে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাঘুটিয়া ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নুহু বাদি হয়ে মামলা দায়ের করেছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা আওয়ামী লীগসহ দলের নেতৃবৃন্দ।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh