আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

কাজী জাফরুল্লাহ। ফাইল ছবি

কাজী জাফরুল্লাহ। ফাইল ছবি

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। 

আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলীয় প্রধান শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়; ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার গঠন হবে। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না। পেছনের দরজা দিয়ে ভোটে আসার কোনো সুযোগ নেই। জনগণের কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh