নাটোরে যাত্রীবাহী বাসে আগুন

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৪৪ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৪৪ এএম

‘মুক্তিসেনা’ নামে একটি বাস আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

‘মুক্তিসেনা’ নামে একটি বাস আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় ‘মুক্তিসেনা’ নামে একটি বাস দাঁড়িয়ে ছিল।

ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh