সেইতো জানে

(কবি আরিফুল হক কুমার প্রীতিভাজনেষু)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১১:৩২ এএম

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

যার গিয়েছে সেইতো জানে
কী হবে আর সে সব ভেবে।

আমার অতীত মাঝে মাঝে
সামনে এসে তাকিয়ে দেখি
তেমন নেই আগের মতো।
সবে তাহার কালো চুলের
পাক ধরেছে হয়নি জানা।

হয়নি জানা অনেক কিছু
এখন তিনি কেমন আছে
কোন পড়িশি তাহার সাথে
ঘর বেঁধেছে, আমার আজো
হয়নি জানা। পুরনো কথা
বলবো কাকে শুনবে কে-বা
শোনার মতো যিনি ছিলেন
তিনি হয়তো ভুলে গেছেন
এক একদা ছিলাম সাথি
এখন তিনি ভালো আছেন
থাকুক ভালো দিন রজনী।
হয়তো আবার দেখা হবে।

যার গিয়েছে সেইতো জানে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh