মনোনয়ন ফরম বিক্রি কমেছে আ. লীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

আওয়ামী লীগের লোগো। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এই হিসাব অনুযায়ী গত জাতীয় নির্বাচনের তুলনায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি প্রায় ১৭ শতাংশ কমেছে।

এবারের মনোনয়ন ফরম বিক্রি হওয়ার তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত নির্বাচনে বেশি ফরম বিক্রি হলেও আয় বেশি হয়েছে এবার।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আজ ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh