মেহেরপুরে ২ জামায়াত নেতা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

গ্রেপ্তারকৃত জামায়াতের দুই নেতা। ছবি: মেহেরপুর প্রতিনিধি

গ্রেপ্তারকৃত জামায়াতের দুই নেতা। ছবি: মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নাশকতা মামলায় পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার কোলাতে জামায়েত ইসলামের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শহরের কোট চত্বর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর শহরের ৮ নাম্বার ওয়ার্ডের মারকাজ মসজিদ পাড়ার মির্জা আজমের ছেলে ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (৫২) ও মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ইসলাম শেখের ছেলে জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন (৩২)।

পুলিশ জানান, মেহেরপুর সদর উপজেলার কোলাতে ঝটিকা মিছিল শেষে শহরে ফিরছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের কোট এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মেহেরপুর শহরের কোট এলাকা থেকে জামায়াতে ইসলামের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুই জামায়াত নেতাকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নাশকতার নতুন মামলায় না পুরাতন মামলায় গ্রেপ্তার করা হলো সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh