বিচারককে কবর দেওয়া মানে বিচারবিভাগকে কবর দেওয়া: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

হাইকোর্ট। ছবি: সাম্প্রতিক দেশকাল

হাইকোর্ট। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিচারপতিকে কবর দিতে চাওয়া মানে বিচারবিভাগকে কবর দেয়ার সমান। আজ বুধবার ( ২২ নভেম্বর ) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের বিরুদ্ধে বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলার শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট।

আদালত বলেছেন, আপনারা রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে সোসাইটি শিখবে। কিন্তু আপনারা যদি আদালত নিয়ে মন্তব্য করেন তা হলে জনগণের কাছে ভুল মেসেজ যাবে। আপনি রাজনীতিবিদ অনেক কথাই বলতে পারেন। তবে বিচারবিভাগ নিয়ে কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে। বিচারপতিকে কবর থেকে তুলে আনতে চাইলে কিংবা বিচারপতিকে কবর দিতে চাওয়া, বিচারবিভাগকে কবর দেয়ার সমান। 

হাবিবুর রহমান হাবিব আদালতকে বলেন, আমি যা বলেছি, আবেগ থেকে আমার মায়ের জন্য বলেছি। আমার মা মহীয়সী নেত্রী খালেদা জিয়া। আমার মাকে নিয়ে কেউ কটু কথা বললে, আমি মারা গেলেও ছাড়বো না। আমার ১০০ বছরের সাজা হলেও হোক। সাজা দিলেও আমার আপত্তি নাই, সালাম জানাবো, খালাস দিলে দেশের মানুষের কাছে আপনার সম্মান বাড়বে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh