ডলারের দাম কমেছে, বৃহস্পতিবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

ডলার। ফাইল ছবি

ডলার। ফাইল ছবি

কেনা এবং বিক্রির ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা করে কমিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন- বাফেদা ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।  

আজ বুধবার (২২ নভেম্বর) এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি। 

বলা হয়, বর্তমানে ব্যাংকগুলো রপ্তানির ক্ষেত্রে প্রতি ডলার বিক্রি করছে ১১০ টাকা ৫০ পয়সা। যা ৫০ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

একইভাবে ১১১ টাকা থেকে আমদানি বিলের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়। এদিকে প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১০ টাকা। তবে এর সাথে যুক্ত হবে সরকার ঘোষিত আড়াই শতাংশ প্রণোদন।

এই সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন, বাফেদা প্রেসিডেন্ট ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh