অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। ছবি- সংগৃহীত

মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। ছবি- সংগৃহীত

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব শরিফা খান অবসরে যাচ্ছেন। অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রজ্ঞাপনে তাকে ওই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৪ নভেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব শরিফা খান অবসরে যাচ্ছেন। 

আলাদা প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।

অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীকে একই পদে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর তার চাকরির বয়স শেষ হলে ওই নিয়োগ কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh