বিএনপি নেতাদের বিচারে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বিএনপির শীর্ষ নেতাদের বিচার কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রথমত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে কোনো হস্তক্ষেপ নেই। এর বেশি কিছু বলবো না, কারণ সব মামলাই বিচারাধীন। আমি কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করি না।

অনেকে অভিযোগ করে বলছেন সরকারের চাপে বিএনপির শীর্ষ নেতাদের জামিন হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তার কারণ এখনতো এগুলো সাবজ্যুডিস ম্যাটার, আপনারা জানেন সাবজ্যুডিস ম্যাটারে আমি কখনো কোনো কথা বলি না। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh