হারিয়ে যেতে বসেছে সম্ভাবনাময় আর্চারি

তারিক আল বান্না

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

বাংলাদেশ আর্চারি দল।

বাংলাদেশ আর্চারি দল।

ক্রিকেটের পর আর্চারি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশের ক্রীড়ামোদীরা। বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশকে পদক উপহার দেন আর্চার তারকরা। কিন্তু সম্ভাবনাময় এই আর্চারিতে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। গত ১০ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সমাপ্ত ২৩তম এশিয়ান আর্চারিতে দেশের খ্যাতিমান তারকারা চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং অলিম্পিকের টিকিটও লাভ করতে পারেননি। এশিয়ান আর্চারিতে দক্ষিণ কোরিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করে, ভারত রানার্সআপ হয়। বাংলাদেশ কোনো পদকই জিততে পারেনি। রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেলরা পুরোপুরি হতাশ করেছেন। এশিয়ান আর্চারি বা প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে বাংলাদেশের এই তিন সেরা আর্চার কোনো ইভেন্টে ফাইনালে উঠতে সক্ষম হননি। ফাইনালে উঠতে পারলেই তারা অলিম্পিকের টিকিট পেয়ে যেতেন।

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা বিশ্ব র‌্যাংকিংয়ে ছিলেন ১০ নম্বরে। ২৮ বছর বয়সী রোমান ওই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইনডিভিজুয়াল ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন। ২০২১ সালের বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে রৌপ্যপদক লাভ করেন। এ ছাড়া ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেন। ওই বছরে ইসলামিক সলিডারিটি গেমসে পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পান। ২০১৯ সালের সাফ গেমসে ইনডিভিজুয়াল, দলগত ও মিক্সড ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। অথচ এশিয়ান আর্চারিতে তাকে খুঁজেই পাওয়া যায়নি। রোমান ইনডিভিজুয়াল ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন। 

১৯ বছর বয়সী দিয়া সিদ্দিকী বাংলাদেশের সেরা নারী আর্চার। তিনি ২০২১ সালের বিশ্বকাপে মিক্সড ইভেন্টে রৌপ্যপদক জয় করেন। ওই বছরেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে মিক্সড টিম ইভেন্টে রৌপ্য ও মহিলা টিম ইভেন্টে ব্রোঞ্জপদক এবং ইসলামিক সলিডারিটি গেমসের মহিলা টিম ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেন। তিনিও এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন। তিনিও কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে অংশ নিয়েছিলেন দিয়া। 

হাকিম আহমেদ রুবেল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক লাভ করেন পুরুষ রিকার্ভ টিম ইভেন্টে। একই আসরে রিকার্ভ মিক্সড ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে স্বর্ণপদক জয় করেন। গত বছর এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ ইনডিভিজুয়াল ইভেন্টে রৌপ্যপদক লাভ করেন। রোমান সানার পর দেশের সেরা আর্চার তারকা হিসেবে খ্যাতি অর্জন করলেও এবার এশিয়ান আর্চারিতে ব্যর্থ হয়েছেন। ২১ বছর বয়সী রুবেল কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরে যান। রুবেল অবশ্য কোয়ার্টারে হংকংয়ের ইয়ন চাইয়ের সঙ্গে দুর্দান্ত লড়ে হেরেছেন। ৫-৫ সেটে সমতা হলে খেলা শুট অফে যায়। শুট অফে রুবেলের তীর বোর্ডে ৯ স্পর্শ করে। প্রতিপক্ষের তীর ১০-এর নিকটবর্তী হওয়ায় রুবেল কোয়ার্টার থেকে বিদায় নেন।

ফুটবল ও হকি একসময় দারুণ সম্ভাবনাময় ও জনপ্রিয় ছিল। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে খেলা দুটি এখন সকলের কাছে ‘মৃতপ্রায়’ হয়ে পড়েছে। ঠিক তেমনই সম্ভাবনা থাকার পরও আর্চারি হারিয়ে যেতে বসেছে। তবে এখনো সম্ভাবনা ফুরিয়ে যায়নি। তাই সময় থাকতেই ক্রীড়া কর্তৃপক্ষ ও আর্চারি ফেডারেশনের উচিত হবে খেলাটির দিকে লক্ষ রাখা। তাহলে ফের ক্রিকেটের মতো খ্যাতি অর্জন করতে শুরু করবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh