পরিবর্তন হতে পারে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের চিন্তা-ভাবনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে এসব কথা বলেন।

পিএসসির ওই সদস্য বলেন, সবার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ওই সদস্য।

২৭ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার সূচি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh