প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করায় পদ হারালেন জমিয়ত নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। ছবি: সংগৃহীত

মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর পদ হারিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পদ হারালেন তিনি। 

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে দলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী দলের কোনো কোনো ব্যক্তিকে দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড  করেছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। যেহেতু দলীয় শৃঙ্খলাবিরোধী তার এসব আচরণ দ্বারা দলের নীতি-আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাই তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় বিভিন্ন ইসলামি দলের নেতারাও উপস্থিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিকে নিজের ব্যক্তিগত সাক্ষাৎ বলে দাবি করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh