সিরাজদিখানে ঢাবির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

‘অটুট থাকুক বন্ধন, বন্ধুরাই প্রাণের স্পন্দন’ এই স্লোগানকে ধারণ করে ২০০৭-০৮ সেশনের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘২০০৭-০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৫ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পলাশপুর আশ্রয়ণ প্রকল্পের দুইশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জমিলা বেগম বলেন, রাত হলে শীতে আমাদের অনেকের কষ্ট হয়। এই কম্বল গায়ে দিয়ে শান্তিতে ঘুমাতে পারবো। এছাড়া প্রায় সবাই বলেছে, কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- ২০০৭-০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুর রহমান সাইফ, আব্দুল্লাহ আল বাকী রেজা, দিদার জাহিদ ভূঁইয়া, আনোয়ার মজিদ নাহিদ, রায়হান খান, মো. আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট শরীফ আহমেদ, নাফিজ, একরামুল হক অভি, সাদেকুর রহমান, মুনতাসীর করিম সৈকত প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সিরাজদিখানের উপজেলা প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh