নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ রাজনৈতিক দল: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) বগুড়ার বিয়াম মিলনায়তনে চার জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাশেদা বলেন, নিবন্ধন করা ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি অংশ নিচ্ছে, তাই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ২০১৪ ও ১৮ সালে কোন পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেদিকে যেতে চাচ্ছি না, সেই অভিজ্ঞতাও নেই। কারণ, এই কমিশন তখন ছিলো না।

তিনি দাবি করেন, এখনকার কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানোর বিধি অনুযায়ী সুযোগ থাকলে পেছানো হবে। এছাড়া এবারের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু তাদের বিচারিক ক্ষমতা থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবির, পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি আনিছুর রহমান, র‌্যাব-১২ এর সিইও মারুফ হোসেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার ডিসি সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh