পদত্যাগ করেছেন ৩০ জেলা ও উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১০:০১ এএম

নির্বাচন কমিশন লোগো। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। প্রার্থী হতে এরই মধ্যে ১ শতাংশ ভোটারের সই সংগ্রহ করেছেন।

গতকাল সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরমধ্যে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে বলে জানান স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা। পদত্যাগীদের বেশির ভাগ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ঠেকাতে বিকল্প/ডামি প্রার্থী রাখতে হবে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে আশাবাদী হয়ে উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh