জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩১ এএম

পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

স্কুলের আশপাশের এলাকা, পার্ক, সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। তরুণদের মধ্যে জনপ্রিয় ডিজপোজেবল ই-সিগারেটও নিষিদ্ধ করছে দেশটির সরকার।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিন রুসো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০৩২ সালের ভিতর মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে ধূমপান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।

ফ্রান্সে এখন ৭ হাজার ২০০টি ধূমপানমুক্ত এলাকা রয়েছে। এখন থেকে সব এলাকাই ধূমপান মুক্ত এলাকা হয়ে উঠবে।

তিনি আরও বলেন, সব ধরনের সিগারেটের ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। রুশো বলেন, বর্তমানে ফ্রান্সে এক প্যাকেট সিগারেটের দাম ১১ ইউরো (১২ ডলার)। ২০২৫ সালের ভেতর ১২ ইউরো এবং পরের বছর ১৩ ইউরো নির্ধারণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh