নওগাঁয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

গাঁজাসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: নওগাঁ প্রতিনিধি

গাঁজাসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে দুই মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাহাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে রিপন (৩৫) ও  ঝাড়ঘড়রিয়া এলাকার শাহজাহান আলী খানের ছেলে সোহেল রানা (৩৪)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত রিপন ও সোহেল রানা দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র‍্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh