আয়কর রিটার্ন জমার সময় ২ মাস বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

২৭ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ১৯ লাখের মত। প্রতীকী ছবি

২৭ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ১৯ লাখের মত। প্রতীকী ছবি

ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা বা রাতে এনবিআর এ সংক্রান্ত ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এনবিারের হিসাব অনুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ১৯ লাখের মত।

এ বছর কোনো ট্যাক্স ফেয়ার (আয়কর মেলা) অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে এনবিআর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে সহায়তা করার জন্য দেশব্যাপী কর অঞ্চল অফিস চত্বরে একটি বিশেষ সহায়তা পরিষেবার আয়োজন করেছে।

সারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দেওয়া যাবে। কিন্তু যদি নির্দিষ্ট সময়ের পরে সংশ্লিষ্ট আয় বছরের রিটার্ন দাখিল করা হয়, তাহলে সেক্ষেত্রে ৪ শতাংশ জরিমানা দিতে হবে।

এছাড়া, এক্ষেত্রে করদাতাদের যে বিনিয়োগ রেয়াত পাওয়ার কথা ছিল, সেটিও তারা পাবেন না। ফলে তাদের আরও বেশি কর দিতে হবে।

অনেকেই আয়কর আইনে এমন বিধানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh