রওশনের আসনে নতুন প্রার্থী দিল জাপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৫ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম

আবু মুসা সরকার। ছবি: সংগৃহীত

আবু মুসা সরকার। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে প্রার্থিতা দিয়েছে জাতীয় পার্টি।

আজ বুধবার (২৯ নভেম্বর) এ আসনের প্রার্থীর নাম জানিয়েছে দলটি। এর আগে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি। বিষয়টি  জানিয়েছেন জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম।

তিনি বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার (৩০ নভেম্বর) যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তাই যেন আসন খালি না থাকে সেই জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলবো।

উল্লেখ্য, আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh