পণ্যের জিএসপি সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে ইইউর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ফাইল ছবি

শুধু শ্রম আইন সংশোধন আর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না সেইসাথে নিশ্চিত করতে হবে মানবাধিকারও। যেখানে বিরোধীদের মত প্রকাশ এবং সমাবেশের স্বাধীনতা থাকবে। তবেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অব্যাহত থাকবে বাংলাদেশের পণ্যে জিএসপি সুবিধা। এমন তথ্যই উঠে এসেছে ইইউর এক প্রতিবেদনে।

শ্রমিকের অধিকার রক্ষা না হলে মার্কিনীরা দেবে বাণিজ্য নিষেধাজ্ঞা। ১৬ নভেম্বরে যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় আলোচনার ঝড় তুলেছে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও। মার্কিনীদের এমন ঘোষণার পর পরই ২৪ নভেম্বর বাংলাদেশ, মিয়ানমার ও কম্বোডিয়ার জিএসপি বিষয়ক অগ্রগতি রিপোর্ট প্রকাশ করে ইইউ। 

তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে নিষেধাজ্ঞার হুমকি না থাকলেও আছে বেশ কিছু সতর্কীকরণ এবং পরিত্রাণের পরামর্শ। বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ইইউতে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে হলে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও সংগঠিত হওয়ার স্বাধীনতার সুরক্ষা এবং নাগরিক সমাজের দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ সৃষ্টির কথা। 

একই সঙ্গে নির্যাতনের অভিযোগ, অন্যায় আচরণ, বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়। সর্বশেষে বাংলাদেশকে শ্রমনীতি বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নও চায় ইইউ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh