জামালপুরে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ এএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান। ছবি: জামালপুর প্রতিনিধি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো একজন পুলিশ সদস্য।

আজ রবিবার (৩ ডিসেম্বর) ভোর সকাল ৪.১৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত আহসানুল হক জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন।

এছাড়া আহত অন্য পুলিশ সদস্য আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা দিয়ে যাচ্ছিল। একইসময় এসময় পুলিশের টহল গাড়ি রেলক্রসিং পার হতে গেলে ট্রেনটি পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।

জামালপুর রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়িতে থাকা পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক পুলিশ সদস্য।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh