জুতার ভেতরে মিলল ১৬ লাখ টাকার হেরোইন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

গ্রেপ্তার নারী মাদককারবারি মোতাহারা বেগম। ছবি: সাম্প্রতিক দেশকাল

গ্রেপ্তার নারী মাদককারবারি মোতাহারা বেগম। ছবি: সাম্প্রতিক দেশকাল

জয়পুরহাটে যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। গ্রেপ্তার নারী মাদককারবারি মোতাহারা বেগম রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তার ওই নারী মাদককারবারি রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালালে তিনি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার পায়ের জুতার তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh