সৌদি ও আমিরাত সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ আউটলেট শট গতকাল সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। 

পুতিন এমন এক সময় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যখন ওপেক ও এর সহযোগী দেশগুলো তেল উৎপাদন হ্রাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দৈনিক ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। এর মধ্যে সৌদি আরব ও রাশিয়ার নিজে থেকেই কমানো ১৩ লাখ ব্যারেল অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন বছরে তেল উৎপাদন কমাতে বৃহস্পতিবার ঐক্যমতে পৌঁছায় ওপেক ও এর সহযোগী দেশগুলো। 

পুতিনের সহযোগী উশাকভকে উদ্ধৃত করে শট জানায়, পুতিন প্রথমে সংযুক্ত আরব আমিরাত যাবেন। এরপর সৌদি আরব সফর করবেন। সেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার আলোচনা হবে।

উশাকভ বলেছেন, ‘আমি আশা করি, পুতন ও সালমানের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা হবে। একে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এরপর থেকেই পুতিন বিদেশ সফর কমিয়ে দেন।

সূত্র: রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh