শ্রম আইন দ্বাদশ সংসদে আবার উঠবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি- সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি- সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রম সংশোধনী আইনে টাইপিং ভুল থাকায় রাষ্ট্রপতি সংসদে ফেরত পাঠিয়েছেন। দ্বাদশ সংসদে আইনটি সংশোধনী আকারে আবার উঠবে। আজ বুধবার (৬ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শ্রম আইন যখন সংসদে পাশ হয় যেটা পাশ করার পর দেখা যায় টাইপিংয়ে ভুল। এছাড়া শ্রম আইনে সরকার শ্রমিকদের যে অধিকার দিতে চাচ্ছিল সেটা অসতর্কতাবশত প্রিন্টিংয়ে ভুল হয়ে গেছে। সংসদে তখন অনেক বিল ছিল তাই তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে। এটি সংশোধন করার জন্য আবার সংসদে যেতে হবে। তবে তফসিল হয়ে যাওয়ায় এখন আর সংসদ বসবে না তাই আগামীতে এটি সংশোধন করা হবে।

এছাড়া মালিক পক্ষ শ্রমিকদের ওপর বেআইনি আচরণের যে পানিশমেন্ট সেখানেও ত্রুটি হয়ে গেছে বলেও জানান মন্ত্রী।

মার্কিন শ্রমনীতি প্রসঙ্গে তিনি বলেন, তারা সতর্ক করতেই পারে, এটা তেমন কিছু না। এর সাথে বাংলাদেশের শ্রম আইনের কোনো সম্পর্ক নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh