কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসায় ককটেল নিক্ষেপের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সফিপুরস্থ উপজেলা চেয়ারম্যানের বহুতল বাসভবনে এ ঘটনা ঘটে। আরও একটি ককটেল অবিস্ফোরিত থাকায় আতঙ্কিত হয় বাড়ির বাসিন্দারা।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি 

কামাল উদ্দিন শিকদারের জানান, ভোরে  তার বাসভবনের তিনতলায় এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় ওই ভবনের ভেতরে ধোয়ায় অন্ধকার হয়ে যায়।

ভবনে নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ভেঙ্গে যায় ভবনের বাইরে থাকা রঙ্গিন কাঁচগুলো। দুর্বৃত্তরা প্রথমে মেইন গেইটে দুটি ককটেল ও ভবনের তিনতলায় একটি পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার এ ঘটনার জন্য আন্দোলনর বিএনপির কর্মীদেরই দায়ী করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh