শীতার্তের গান

শিমুল সালাহ্উদ্দিন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:২০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তুমি বললে, যাই
আকাশ হলো
সূর্যপোড়া ছাই

মেঘেরা সব 
বৃষ্টি হলো ঝুম্
চোখে আমার
নামছে মরণঘুম

যেদিক তাকাই
অন্ধকারে ভরা
আমার দিকেই
তাকিয়ে আছে ওরা

আমার আয়ু
আমার কাব্যবেদ
তোমার বুকের
পতনে আর
উল্লম্ফনে ছিল

তোমার শ্বাসের
অন্ধকারে
সেই আয়ুরা
দুম্ করে মিলালো

আমার জীবন
আমার তীব্র প্রেম
তোমার ভেতর
যাক বয়ে যাক
যেমন বহে হেম

সমস্ত শীত 
রাতের ডানায় লেগে
সূর্যপোড়া ছাইগুলো সব
তেমন লাগল মেঘে

তুমি বললে, যাই
আকাশ হলো
সূর্যপোড়া ছাই

ছাইগুলো সব 
আমার জন্য
আমার চারিপাশে
নামলো এমন 
যেমন তুষার
ঝরে পড়ছে ঘাসে
ঝরতে ঝরতে 
ঢাকল তারা 
আমার সারা দেহ

সূর্যপোড়া ছাইয়ে
কবর হলো 
জানল না আর কেহ

তুমি জানলে
যেই বলেছ, যাই
আমি এখন 
সূর্যপোড়া ছাই-
ঢিবির তলায় 
একলা শুয়ে থাকি
অথচ শোয়ার
অনেক ছিল বাকি

এখন তুমি ধোঁয়ার পৃথিবীতে, 
থাকবে বেঁচে তীব্র ভীষণ 
অন্ধকারে, শীতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh