রামুতে বালু ও ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন।  জব্দকৃত বালু ও ড্রেজার মেশিন ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয়। 

আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিজঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু ও মেশিন মিঠাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর আপন ভাইয়ের। সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ক্ষমতার প্রভাবে প্রতিনিয়তই ওই স্থান থেকে বালু উত্তোলন করে আসছে চক্রটি। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। 

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে ৬০ হাজার টাকায় জব্দকৃত বালু ও মেশিন নিলামে বিক্রি করে দেয়া হয়। 

নিরুপম মজুমদার আরও জানান, মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ভাই এই বালু উত্তোলনের সাথে জড়িত বলে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। 

পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মহত বলেন, বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বালু ও ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু উত্তোলন, পাহাড় ও বৃক্ষনিধন রোধে  অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। 

উক্ত অভিযানে সহযোগিতা করেন, ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ, পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা মো. জলিলুর রহমান, চেইন্দা বিট অফিসার ফসিউল আলম শুভ ও মো. সাজ্জাদ হোসেনসহ বন ও উপজেলা প্রশাসনের আরও অনেকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh