প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের রেজাল্ট কবে জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা গ্রহণের ১০ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। সে হিসেবে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ হলেও মন্ত্রণালয়ের নির্দেশে ২১ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

নাম প্রকাশ না করার শর্তে ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের একজন উপ-পরিচালক বলেন, ‘শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের ছুটি পড়ে যাচ্ছে এর মধ্যে। ফলে আজ রবিবার (১০) থেকে হিসাব ধরলে ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। ২২ ও ২৩ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ২১ ডিসেম্বরই ফল প্রকাশের চিন্তা-ভাবনা রয়েছে। সেভাবেই কাজ করছি আমরা।’

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। তবে, কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন, তা এখনো জানায়নি অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের সিদ্ধান্ত হলো- পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা হবে। তিনি আশা করছেন, এ সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh