বিআরডিবি কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

আসামি মো. ওমর। ছবি: নোয়াখালী প্রতিনিধি

আসামি মো. ওমর। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

গ্রেপ্তার মো. ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। 

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারি পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ। 

এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত মুকুল বিআরডিবির একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তার ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের মাদক কারবারে বাধা দেওয়ায় মুকুলকে কুপিয়ে হত্যা করে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh