রাঙ্গামাটিতে আইনবিষয়ক কুইজ প্রতিযোগিতা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম

আইনগত সহায়তা প্রদানবিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

আইনগত সহায়তা প্রদানবিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি সরকারি কলেজে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানবিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

এসময় সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, বিনা খরচে আইনগত সহায়তা ও পরামর্শ এবং আপসে বিরোধ মীমাংসার জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কলেজের প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh