প্রার্থিতা ফিরে পেলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

নির্বাচন কমিশনে (ইসি) চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি এই  প্রার্থিতা ফিরে পান।  

এর আগে, মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেছিলেন রাজশাহী জেলা প্রশাসক। 

আজ সোমবার (১১ ডিসেম্বর) আপিল শুনানির দ্বিতীয় দিনে দুপুর আড়াইটায় মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় ইসি চত্ত্বরে উল্লাসে ফেটে পড়েন এই নায়িকা।

ফটোসাংবাদিকদের সামনে আঙুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh