শ্রমিক ইস্যুতে স্যাংশনের কিছু নেই: বিকেএমইএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

বিকেএমইএ লোগো। ছবি: সংগৃহীত

বিকেএমইএ লোগো। ছবি: সংগৃহীত

শ্রমিক ও পোশাক কারখানার পরিবেশ ইস্যুতে স্যাংশন দেয়ার কিছু নেই, তবে পর্দার আড়ালে কি হচ্ছে তা জানা নেই। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন পোশাক মালিকরা।

আজ সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীতে ইআরএফ কার্যালয়ে পোশাক খাত নিয়ে সেমিনারে এসব বলেন তারা।

এ সময় বিকেএমইএ এর নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ হাতেম দাবি করেন, বাংলাদেশে শ্রমিকদের কর্ম পরিবেশ যথেষ্ট ভালো এ নিয়ে কথা বলাই কিছু নেই।

তিনি বলেন, স্যাংশন নিয়ে ভীত নন তারা। এটি দেয়া হলে কেবল রাজনৈতিক কারণেই হতে পারে।

এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় শ্রমিক নেতারা বলেন, বিদেশিদের চাপেই পোশাক খাতের কর্ম পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে। স্যাংশন এলে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই এটিকে গুরুত্ব না দেয়ারও কারণ নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh