ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

ভার্চুয়াল প্লাটফর্মে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ভার্চুয়াল প্লাটফর্মে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মো. শফিকুল হক। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। 

আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম। অনুষ্ঠানে ৩৫০ জন শাখাপ্রধান অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh