রেজা কিবরিয়ার গণঅধিকারকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসাবে কেন নিবন্ধন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া কর্তৃক দায়েরকৃত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

রিটকারীর আইনজীবী বলেন, ২০০৮ সালের রাজনৈতিক নিবন্ধন বিধিমালা ৭ এর উপবিধি ও অনুযায়ী নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের না মঞ্জুরের বিরুদ্ধে ড. রেজা কিবরিয়া এই রিটটি দায়ের করেছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সিনিয়র সহকারী সচিবকে বিবাদী করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh