আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রীকে শোকজ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি চিঠির মাধ্যমে বিষয়টি তাকে জানানো হয়েছে। নওগাঁ-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ৪ ডিসেম্বর বিকেলে পোরশা উপজেলার সরাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

১৭ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh