পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ছবি- সংগৃহীত

আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছেন। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তবর্তী দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। 

আইএসপিআর জানায়, মঙ্গলবার ভোরে ছয়জন সন্ত্রসী হামলা চালায়। তারা বিস্ফোরকবাহী একটি গাড়ি নিয়ে চৌকিতে ঢুকতে চেষ্টা করে। তার আগে সন্ত্রাসীদের একজন আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আমাদের ২৩ জন সাহসী সেনা শহীদ হন। অন্যদিকে ছয় সন্ত্রাসীও নিহত হয়েছে। 

হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

সূত্র- দ্য ডন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh