প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধের প্রতিক্রিয়ায় যা বললেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

মো. মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

মো. মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ অনুরোধ করেছেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে একথা জানানো হয় রওশন এরশাদের পক্ষ থেকে। 

এর প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, উনি কী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী কী করবেন সেটা তাদের বিষয়। এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই। আসন ভাগাভাগির কোন বিষয়তো আমাদের নাই। আমরা নিজেদের মতো করে নমিনেশন দিয়েছি।

চুন্নু আরও বলেন, আমরা নিজেদের মতো করে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। উনি কি নিয়ে আলোচনা করছেন সেটা ওনার বিষয়।

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, এখানে ক্যু করার সুযোগ নাই। তিনি (জিএম কাদের) কাউন্সিল করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা তার (বেগম রওশন এরশাদ) সহ তিন জনের মনোনয়ন ফরম নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh