নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ ফজর নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: নাটোর প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ ফজর নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার আশপাশের ৭/৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শহরের তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্ন ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আঞ্চলিক এ ইজতেমায় বাহিরের দেশ ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে প্রায় ২০/২৫ জন মেহমানরা অংশ নিয়েছেন।

জানা গেছে, তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় ৯টি খিত্তায় প্রায় কয়েক হাজার মুসল্লির সমাগম হবে। এতে সিংড়া, গুরুদাসপুর, লালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, নলডাঙ্গা, সদর ইউনিয়ন, নাটোর সদর, বনপাড়া পৌরসভার মুসল্লিরা রয়েছেন। আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইন-শৃংখলার সদস্যরা রয়েছেন। এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে করতে মাঠে ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. শাহাদৎ হোসেন পাপ্পু  বলেন, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে। আল্লাহপাকের রহমতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী নাটোরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh