রুহুল আমীন হাওলাদারের প্রার্থিতা বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

রুহুল আমীন হাওলাদার। ফাইল ছবি

রুহুল আমীন হাওলাদার। ফাইল ছবি

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদারের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলমান আপিল শুনানিতে তার প্রার্থিতা টিকে যায়। 

রুহুল আমীন হাওলাদারের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম। সেই আপিল আজ নামঞ্জুর করে দিল কমিশন।

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলো নিয়ে আজ পঞ্চম দিনের মতো শুনানি চলছে।

গত রবিবার থেকে এই আপিল শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন প্রতিদিন ১০০ আপিলের শুনানি করছে। আগামীকাল শুক্রবার এই শুনানি শেষ হওয়ার কথা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh