শাম্মী আহমেদের দুই আপিলের শুনানি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

শাম্মী আহমেদ। ছবি-সংগৃহীত

শাম্মী আহমেদ। ছবি-সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের দুইটি আপিল স্থগিত করেছে নির্বাচন কমিশনে (ইসি)।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এই দুই আপিলের ফের শুনানি হবে।

গত ৪ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা দেন। 

যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়া প্রার্থিতা ফিরে পেতে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। একইসঙ্গে সেই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh