বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

খালেক মাহমুদ শান্ত। ছবি: সাম্প্রতিক দেশকাল

খালেক মাহমুদ শান্ত। ছবি: সাম্প্রতিক দেশকাল

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে খালেক মাহমুদ শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরিবারের দাবী শান্ত মানসিক ভারসম্যহীন।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন। 

এর আগে, গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

শান্ত টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে। 

রমজান বলেন, আমার ছেলে কার সঙ্গে সীমান্ত এলাকায় গেছে আমি জানি না। শুনেছি আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। পরে গরু ব্যবসায়ীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জেনেছি তাকে বুধবার রাত ১২টায় ভারতের মাথা ভাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিএসএফ। এছাড়া আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে। মাঝে মাঝে কি করে না করে শান্ত নিজেও জানে না। আমি আমার ছেলেকে ফেরত চাই।

এ বিষয়ে সিংগীমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার নাসির হোসেন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যাটলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। খবর নিয়ে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh