মাগুরায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামে গরু চোর সন্দেহে কাজল মুন্সী (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। তিনি একই উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত লোকমান মুন্সীর ছেলে।

মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএস আই) রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে মঘি ইউনিয়নের শেখ পাড়া এলাকার কহিনুর বিশ্বাসের বাড়িতে চুরি করতে গিয়েছিল কাজল মুন্সী প্রমুখ। সেখানে কহিনুর বিশ্বাসের গোয়াল ঘরে তালা ভেঙে গরু চুরি করে আসার পথে ছোনপুর এলাকায় আসলে উচ্চস্বরে কুকুর ডাকা-ডাকি করতে থাকে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় দুইজন মোটসাইকেলে চলে যান। অন্যদিকে কাজল মুন্সী স্থানীয় ফসলের মাঠে দৌড়ে পালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে গণপিটুনিতে মারাত্মক আহত হন। 

পরে স্থানীয়রা গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh