ধর্মীয় অনুষ্ঠানে নাসের শাহরিয়ার জাহেদী মহুল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ পিএম

মতবিনিময় করেছেন রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি- সাম্প্রতিক দেশকাল

মতবিনিময় করেছেন রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি- সাম্প্রতিক দেশকাল

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে সৌজন্যমূলক মতবিনিময় করেছেন রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। 

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ জেলা শহরের মদন মোহন মন্দিরে উপস্থিত হয়ে সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

এসময় তিনি বলেন, দল, মত, জাতি, ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সকলের মন জয় করে চলাই হচ্ছে মানবধর্ম। বিপদে আপদে সকলের সামনে মানবিকতা আর উদারতার বার্তা দেন তিনি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মীয় অনুভূতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। এখানে সবাই আমরা সৌহার্দ্য বজায় রেখে চলি। বড়দের সম্মান করি। ছোটদের স্নেহ করি।আপনারা সবাই যে যেখানে আছেন বড়-ছোট সবাইকে মানবিক গুণাবলীর কথা বলবেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নারায়ণ চন্দ্র বিশ্বাস, বিনয় বিশ্বাস, সুশান্ত সরকার, অলোক কুমার কুন্ডুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh