সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

দেশকাল মোটিফ

দেশকাল মোটিফ

শেরপুর শহরের নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় সামেজ উদ্দীন ফকির নামে এক শতবর্ষী বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়া পাড়া গ্রামের মৃত সোবহান  শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সামেজউদ্দীন নিজ বাড়ি পাকুরিয়া থেকে শহরের নবীনগরস্থ মেয়ের বাড়িতে রওয়ানা হন। পথিমধ্যে শেরপুর শহরের নবীনগর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে গ্যাসচালিত একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় জনৈক অটোচালক শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh