কক্সবাজার হোটেল থেকে ১৩ নারী-পুরুষ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি কটেজ থেকে ১৩ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। 

শনিবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু হোটেল ও কটেজে দিন দুপুরে চলছে মাদক ক্রয়-বিক্রয়সহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট এন্ড গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত সাতজন নারী এবং ছয়জন পুরুষসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া মহন নগরের আবদুর রাজ্জাকের পুত্র মো. শরিফুল ইসলাম (২৮), ফেনীর মধ্যম রামপুরের মৃত নুরুল আমিনের পুত্র মো. মহিদুল হাসান (২৩), টেকনাফ হ্নীলার পূর্ব সিকদার পাড়ার আলী আহমদের পুত্র কফিল আহমেদ (২৩), ঈদগাহ জাকির পাড়ার শাহ আলমের পুত্র মো. ইব্রাহিম (২০), খাগড়াছড়ির মাটিয়ারাঙ্গা ভূঁইয়া পাড়ার মন্টু চৌধুরীর পুত্র মো. শুভ চৌধুরী (২৮), চকরিয়ার আনোয়ার হোসেনের পুত্র মো. সাইফুল ইসলাম (৩২)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh