চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ছবি: সাম্প্রতিক দেশকাল

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ছবি: সাম্প্রতিক দেশকাল

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। আজ রবিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, রবিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসের শেষ দিকে এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারণে দুর্ভোগ বেড়ে গেছে খেটে খাওয়া মানুষের। 

রিকশাচালক বশির জানান, প্রতিদিন তিনি ভোর ৪টার সময় জীবীকার তাগিদে নিজের রিকশা নিয়ে বেরিয়ে পড়েন। ক’দিন থেকে প্রচণ্ড শীত পড়ায় রিকশায় কোন ভাড়া হচ্ছেন না। এর কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। 

শহরের শান্তিপাড়ার আরেক রিকশাচালক খোকন বলেন, শীতে তার খোলা রিকশায় কেউ চড়তে চাচ্ছেন না। এ জন্য ভাড়া পাওয়া দুরূহ হচ্ছে। তাছাড়া শীতে বেশি সময় রিকশা চালানো যাচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh