কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এঘটনা ঘটেছে।

নিহত নুরুল ইসলাম ভূট্টো চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার ইসহাক আহমদের ছেলে। তিনি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার। 

তিনি বলেন, বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় নুরুল ইসলাম ভূট্টো ও তার এক সঙ্গী মোটরসাইকেলসহ সড়কের পাশে অবস্থান করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার শহরমুখি একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে নুরুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে নিহত এবং তার সঙ্গে থাকা ব্যক্তি আহত হন। পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটালে ভর্তি করান। 

নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ মজুমদার। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh