এবার ট্রাকের ড্রাইভার মাহিয়া মাহি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

মাহিয়া মাহি। ছবি- সংগৃহীত

মাহিয়া মাহি। ছবি- সংগৃহীত

নির্বাচনে ট্রাক প্রতীক বেছে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই প্রতীকই বেছে নিয়েছেন তিনি। 

আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা যখন জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কী না তখন এই নায়িকা জানান, তিনি নিতে চান ট্রাক প্রতীক। সেই প্রতীকই দেওয়া হয়েছে তাকে। 

কেন ট্রাক প্রতীক পছন্দ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, এই প্রতীক ভোটারদের কাছে বেশি পরিচিত হবে। যখন আমাকে মানুষ পচাবে যে ট্রাক খাদে পড়ে যাবে, ট্রাকের চাকা পাংচার হয়ে যাবে; তখন তারাই আমার প্রচারণা করবে। তাই আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট।

নির্বাচনে অংশ নেওয়া সাহসের ব্যাপার জানিয়ে মাহি বলেন, আমার বিরুদ্ধে যারাই আছেন তারাই আমার মূল প্রতিদ্বন্দ্বী। কেউই ছোট না, সবাই আমার থেকে অনেক বিজ্ঞ। তারা বছরকে বছর আমার বয়সের থেকেও বেশি সময় ধরে তারা রাজনীতি করে আসছেন। তাদের বিরুদ্ধে দাঁড়ানো অনেক সাহসের ব্যাপার। তাই সবার আমাকে উৎসাহ দেওয়া উচিত।

তিনি বলেন, আমি বলব, সবার থেকে আমিই লেস আছি। তবু আমার কাছে মনে হয় যে, আমার তানোর-গোদাগাড়ীবাসী সারা বাংলাদেশের মানুষের চেয়েও বেশি ভালোবাসে। কারণ আমি তাদের সন্তান।

এই আসনে এখন শাসন চলছে জানিয়ে মাহিয়া মাহি বলেন, এই যে একটা শাসনের মধ্যে আমার এলাকাবাসী আছে-মনে হচ্ছে কাকপক্ষীও মানুষকে ভয় পায়। যে নেতারা আছেন, তাদের ভয় পায়। আমার কাছে মনে হয়েছে আমি যদি নির্বাচিত হই, তারা যদি আমাকে সম্মানিত করেন আমি তাদের সঙ্গে বসে ভাত খাব। ততটুকু ফ্লেক্সিবল তারা অনুভব করবে আমার সঙ্গে। আমি তাদের শাসন করতে চায় না। আমার মনে হয়, এই সমস্ত শোষক নেতা চান্স পাবে না।

ভোটের মাঠে কোনো চাপ আসছে কী না জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করছি, আমার শক্তিটা একটু হলেও বেশি। কারণ, আপনারা (সাংবাদিকেরা) আমার পাশে আছেন। আমি তো একজন কোমল হৃদয়ের মানুষ। আমি শিল্পী মানুষ। আমি তো কারও ক্ষতি করার মন-মানসিকতা রাখব না। যদিও আমার কর্মীদের অনেক হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যদি অন্য কেউ সহিংসতা করে সেটা তাহলে সাংবাদিক ভাইয়েরাই তুলে ধরবেন। সারা বিশ্ব দেখবে।

নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা থাকার কথা জানিয়ে আলোচিত এই নায়িকা বলেন, আমার মনে হয়, নির্বাচন ফেয়ার হবে। নির্বাচন কমিশন-প্রশাসন অনেক তৎপর। তারা সার্বক্ষণিক আমার পাশে আছে।

মাহিয়া মাহি আরও বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। পরীক্ষা দেওয়ার আগে তো মানুষ মনেই করে আমি পাস করব। এখন জনগণ যেভাবে আমাকে ভালোবাসে, সেটা যদি ধারাবাহিক থাকে হুমকি-ধমকি দিয়ে যদি মানুষকে আসতে বাধা না দেয়, তাহলে আমি পাস করব। একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh