কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীদের ঈগল নিয়ে কাড়াকাড়ি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম

কুমিল্লায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা। ছবি: সাম্প্রতিক দেশকাল

কুমিল্লায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা। ছবি: সাম্প্রতিক দেশকাল

কুমিল্লায় ১১টি আসনে ৮৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। আজ সোমবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্রপ্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় ঈগল প্রতীক নিয়ে হট্টগোল হয়। স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক হিসেবে অনেকের চাওয়া ছিল ঈগল। 

কুমিল্লা ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী সাজ্জাদ হোসেন, আবু জাহের ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ ঈগল প্রতীকের আবেদন করেন। এসময় শওকত মাহমুদকে ঈগল প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এসময় আবু জাহের ও সাজ্জাদ হোসেন আপত্তি জানান। তাদের আপত্তির জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শওকত মাহমুদ আগের দিন আবেদন করেছেন তাই তাকে ঈগল প্রতীক বরাদ্দ দিয়েছি।

এদিকে কুমিল্লা ১১ আসনে স্বতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান ও নিজাম উদ্দীন ঈগল প্রতীক দাবি করেন। এসময় রিটার্নিং কর্মকর্তা লটারি করে নিজাম উদ্দীনকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। 

এদিকে সদর আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী না থাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার পছন্দের ঈগল প্রতীক পান। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আজ থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh